“মোরা সবাই খাচ্ছি বিষ”
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/06/78-2.jpg)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
“মোরা সবাই খাচ্ছি বিষ”
রাবু সরকার
জ্বলে আগুন মাছ বাজারে,
পকেট খালি ভাই,, লিটার,
ফিড খাওয়ানো মাছ ছাড়া অন্য মাছ নাই।
বাড়িতে এলে মেহমান সব,ডাল,সবজি,ভাত,,
তাই মাছ বাজারে মাছ কিনতে যাইনা আমি হাট।
আমরা জানি সবাই সবজি কেমনে তাজা রয়,,
বসছে মাছি ফলের গায়ে পাচ্ছো কেন ভয়।
হরেক রকম বাহরী খাবার সব কিছুতেই ভেজাল,,
জান বাচানোর মেডিসিনে ভেজাল ভাতের চাল।
জানেও মানুষ খেয়ে যাচ্ছে বাচার উপায় নাই,
বাচতে হলে জানতে হবে ভেজাল মুক্ত দেশ গড়ুন সবাই।