মোঃহাফিজুর হাওলাদার, বাগেরহাট প্রতিনিধিঃ শনিবার(০৪ জুলাই)সকাল ৬ টায় চিলা বাজার সংলগ্ন মোংলা পশুর নদীর তীর থেকে হরিনের মাথা সহ ১৫ কেজি হরিনের মাংস উদ্ধার করা হয়। এ সম্পর্কে জানতে চাইলে কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন প্রতিদিনের মতো আজ সকালেও আমরা সুন্দরবন টহলে বের হই, টহল চলাকালীন সময় দূর থেকে একটি নৌকা আমাদের চোখে পড়ে। তখন আমাদের সন্দেহ হলে আমরা নৌকাটির কাছে যাই, নৌকাটির কাছে পৌছানোর পূর্বেই আমাদের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় হরিন শিকারীরা । তাদের ধরতে না পারলেও তাদের আমি চিনতে পারি তারা হলেন চিলা ইউনিয়ন এর গাববুনিয়া গ্রামের মিলন শেখ ও শাহ আলী ও চাদপাই ইউনিয়ন এর দক্ষিণ কাইনমারী গ্রামের উওম বিশ্বাস। এ সময় নৌকা থেকে উদ্ধার করা হয় হরিনের ১টিমাথা, হরিনের ৪টি পা, ১৫কেজি হরিনের মাংস, ২টি বস্তা, ১টা দা ও ১টা ছুরি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।