মোঃহাফিজুর হাওলাদার, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মোংলায় দিন দিন হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ (১৫ জুলাই) মোংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৯ জন। মোংলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে মোট ৩২ জন। এ সম্পর্কে মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, মোংলা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা (৩২) সহ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ জন।অন্যানরা হলেন, (মোঃশরিফুল(৪৫),মোংলা ই,পি,জেড,এ কর্মরত) (কুদ্দুস(৪৩) মোংলা ই,পি,জেড,এ কর্মরত) মোঃফজলুল(৪২)মোংলা ই,পি,জেড কর্মরত,জাফর(৪৫)(মোংলা ই,পি,জেড এ কর্মরত,জামাল(৩৫)বুড়িরডাঙ্গা দিগরাজ,)(আবুল হোসেন(৪৭), শিকারীর মোড়,) (লাভলী(৩৪)শিকারীর মোড়)(সাস্থকর্মী আজমিরা (৫১)মালগাজী।) এ সম্পর্কে জানতে চাইলে মোংলা উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা করোনায় আক্রান্তের সত্যতা স্বীকার করেন।তিনি বলেন আমার গায়ে কয়েক দিন যাবৎ জ্বর থাকায় আমি করোনা টেস্ট করাই।আজ আমার ফলাফল পজেটিভ এসেছে।কিন্তু বর্তমানে আমি আগের থেকে অনেক সুস্থ আছি।জ্বর ও কমে গেছে।নমুনা দেয়ার পর থেকেই আমি কোয়ারান্টাইন এ আছি।