মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন এ মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন এর পক্ষ থেকে (০৪ আগষ্ট) সকাল ১০:০০ টায় ১০০ পরিবারের মাঝে গাছের চাড়া বিতরন বিতরণ করা হয়।এ সময় মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি মি.টিটুস সরকার বলেন, করোনা ভাইরাসে কারণে বাংলাদেশে সামগ্রিক দিক দিয়ে সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রত্ত্বেকটি বিভাগ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
তার এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে আমার মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন এর পক্ষ থেকে সাধারণ দুস্থ মানুষের পাশে যতটুকু পেরেছি থাকার চেষ্টা করছি।শুধু চাড়াগাছ বিতরণই নয় এ ছাড়াও আমরা আমাদের এই মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ সকল দুস্থ মানুষের জন্য খাবারের ব্যাবস্থা করেছি এবং আর্থিক ভাবেও সহযোগিতা করে যাচ্ছি।যেমন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের সকল খারাপ পরিস্থিতিতে জনগনের পাশে ছিলো এখনো জনগণের পাশে আছে।ঠিক তেমনিভাবে আমরাও যেন সকল খারাপ পরিস্থিতিতে জনগনের পাশে থাকতে পারি এমন আশাই ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ও বর্তমান পরিবেশ এর কথা মনে রাখতে হবে।
আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। তাই প্রাকৃতিক পরিবেশ কে রক্ষা করা আমাদের সকলের দ্বায়ীত্ব ও কর্তব্য।তাই আসুন আমরা সকলে মিলে উদ্যোগ নেই,গাছ লাগাই-পরিবেশ বাঁচাই। এ জন্যই আমরা আমাদের সীমিত সামর্থ দিয়ে এই পরিবেশ কে রক্ষা করার জন্য কাজ করে যাবো। এ সময় অনুষ্ঠান এ আরো উপস্থিত ছিলেন মালগাজী সুন্দরবন ক্রেডিট ইউনিয়ন এর সহ-সভাপতিঃ হৃদয় ইজেরদার কোষাধ্যক্ষঃ দীপু মন্ডল প্রচার-সম্পাদকঃ মনোজিত দাস সম্পাদকঃ স্বপন সরকার পর্যবেক্ষন কমিটিঃ মিটার মন্ডল,শিখা সরকার সাধারন সদস্যঃ শিরাপিন সরকার।