টুঙ্গিপাড়াঃ
উপজেলা প্রশাসন পাটগাতী বাজারের দোকান মালিকদের কথা চিন্তা করে তাদের ক্ষতির পরিমান কমানর জন্য আরো 2 (দুই) দিন অর্থাৎ 15 ও 16 তারিখ পর্য্ন্ত দোকান খোলা রাখার অনুমতি দেন। এই অনুমতি শুধু মাত্র পাটগাতী বাজারের দোকান গুলো জন্য বলবৎ থাকবে।
পাটগাতী বাসষ্ট্যান্ড লকডাউনের আওতায় থাকবে।
সেই লেক্ষ্যে প্রশাসন আজ পটাগাতী বাজারের প্রবেশ পথে বাঁশ বেধে বেরিকেট দেন যেন কোন ভ্যান বাজারের ভিতরে প্রবেশ করে জানজট সৃষ্টি না করতে পারে এবং সামাজিক দূরত্ব যেন বজায় থাকে। সে ব্যাপারে এবং টুঙ্গিপাড়াকে করোনা মুক্ত রাখার জন্য উপজেলা প্রশাসন জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলেছে।
দুদিন পরে আগামী 17 মে রবিবার থেকে লকডাউন শুরু করবেন। গতকাল এক জরুরী সভায় উপজেলা প্রশাসন এবং পাটগাতী বাজার বকনিক সমিতর সদস্য বৃন্দরা এই সিদ্ধান্তে আসেন।
টুঙ্গিপাড়াকে করোনা মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। লকডাইনের এই সিদ্ধান্তকে অনেকে অসন্তোষ প্রকাষ করলেও পরে তারা বিষয়টি অনুধাবন করেন। করোনা কিভাবে ছড়িয়ে পড়ছে সবখানে।
সেই জহন্য সবাই সকল ক্ষতিকে পেছনে ফেলে ব্যবসায়িরাও লাকডাউনের পক্ষে কথা বললেন।