মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে ৩৭ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ থানা প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করেন।
পরে গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ওসি তদন্ত শীতল পাল, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।