মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান যথাক্রমে ২য় পর্যায় এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেসকনফারেন্স

গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায় -এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেসকনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুন) বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেসকরফারেন্স করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আসমত হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা ফাইজুল ইসলাম, জাতীয় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ছিরু মিয়া, দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুর রোমান, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরেশ সরকার, গোপালগঞ্জ কন্ঠ পত্রিকার প্রকাশক নাহিদ পারভেজ জনি। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ভুমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ৫৩ হজার ৪৩০ টি ঘর আগামী রোববার (২০ জুন ২০২১) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। গোপালগঞ্জ জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৬৮১ টি ঘরের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১৫০ টি বর্নিত ৭ টি স্থানে নির্মিত হয়েছে যা দুই শতাংশ জমির কবুলিয়ত সহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। পাশাপাশি উক্ত ঘরে যাতায়াতের জন্য পাকা রাস্তা, বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ ও বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *