মহামারী করোনা ভাইরাসের এই কালো থাবায় সমাজে দেখা দিচ্ছে চরম দূর্গতি। যার মধ্যে অন্যতম হচ্ছে চোরাচালান বা চোরা কারবার।বাংলাদেশে চৌর্যবৃত্তি বা চুরি পেশা নতুন কিছু নয় প্রাচীনকাল থেকে এই পেশা প্রচলিত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে চোরের উল্লেখ পাওয়া গেছে। কিন্তু সেই চরম গর্হিত এবং ঘৃণিত কারবার এর কালো থাবায় এবার যুক্ত হলেন দেশের বীর সন্তান ভ্যান চালক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত মুন্সী। সহায় সম্বলহীন জিন্নাত মুন্সীর আয়ের একমাত্র সম্বল ভ্যানটি আজ বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার থেকে চুরি হয়ে গেছে। গোটা একটি পরিবারের দায়িত্ব বহন করা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত মুন্সী তার শেষ সম্বলটুকু হারিয়ে এখন অসহনীয় যন্ত্রণার মধ্যে সময় কাটাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সকলকেই তিব্র নিন্দা জানিয়েছে। দৈনিক শতবর্ষের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় অসহায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত মুন্সী অশ্রু সিক্ত নয়নে একটি কথাই বলেন যে সে যেন তার হারানো ভ্যানটি অতি শিঘ্রই খুজে পান সেজন্য সকলের সাহায্য তার একান্ত প্রয়োজন। অতএব,সকলের কাছে আকুল আবেদন এই যে,ভ্যানটির খোজ পেলে নিচের নাম্বারে যোগাযোগের বিশেষ অনুরোধ করছি। ০১৯৩৪-৮৮০৫৬৭, ০১৭২১-৫৩৫৯৮৭। বাড়িতে থাকুন, সুস্থ্য থাকুন। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দৈনিক শতবর্ষ, টুঙ্গিপাড়া।