মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সহধর্মিনীর মৃত্যুতে কাশিমপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইউসুফ আলী খান, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের কাশিমপুর প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সহধর্মিনীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কাশিমপুর প্রেসক্লাবে বিকাল পাঁচটায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আমজাদ সরকার এর সভাপতিত্বে উক্ত শোক সভায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম আস্কর।
কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান সরকারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, কাশেমপুর থানার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান , দৈনিক একুশে সংবাদ এর কাশিমপুর প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব প্রমুখ। শোক সভায় বক্তারা বলেন, দেশ আজ একটি দুর্যোগময় সময় পার করছে। একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই অদৃশ্য শত্রু হলো কোভিড ১৯ বা করোনাভাইরাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সহধর্মিনী লায়লা আর্জুমান্দ বানু করোনা আক্রান্ত হয়ে ২৯ জুন মৃত্যু বরণ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন ।
এসময় তারা শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করায় কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে, মুখে মাক্স ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার অনুরোধ জানান। শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশিমপুর প্রেসক্লাবের সাংবাদিকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ।