ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭ মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৭জন নিহত। ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নে (মানকোন বোর্ড ঘর) এলাকায় জামালুপুর গামী রাজিব পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১-৮৩০৪) এবং বিপরীতমুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭জন নিহত হন। নিহতরা হলেন মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩০), পিতা আঃ মজিদ, তারস্ত্রী তাছলিমা (২৬) এবং ১০ বছরের শিশু কন্যা লিজা, নজরুল ইসলাম (৩৫), ইসাখালি, চেচুয়া, মুক্তাগাছা, সিএনজি ড্রাইভার আলাদুল, শ্রীরামবাড়ী, চেচুয়া, মুক্তাগাছা।
বাকি ২জনের তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় তথ্যসূত্রে জানাযায় শনিবার আনুমানিক বিকেল ৩টার দিকে জামালপুর গামী ঢাকা জামালপুর রাজিব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে।মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৭ মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৭জন নিহত। ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নে (মানকোন বোর্ড ঘর) এলাকায় জামালুপুর গামী রাজিব পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১-৮৩০৪) এবং বিপরীতমুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭জন নিহত হন।
নিহতরা হলেন মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩০), পিতা আঃ মজিদ, তারস্ত্রী তাছলিমা (২৬) এবং ১০ বছরের শিশু কন্যা লিজা, নজরুল ইসলাম (৩৫), ইসাখালি, চেচুয়া, মুক্তাগাছা, সিএনজি ড্রাইভার আলাদুল, শ্রীরামবাড়ী, চেচুয়া, মুক্তাগাছা। বাকি ২জনের তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় তথ্যসূত্রে জানাযায় শনিবার আনুমানিক বিকেল ৩টার দিকে জামালপুর গামী ঢাকা জামালপুর রাজিব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে।