গোপালগঞ্জে মেধাবী ছাত্র সুমন খান হত্যাকান্ডের প্রধান আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে মেধাবী ছাত্র সুমন খান হত্যা কান্ডের প্রধান আসামি হুমায়ুন কবির বিল্লাল খানকে গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুরের চন্ডিবর্দি বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একে অপরের হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় নিহতের বোন শিলা বেগম, ভাই রুহুল আমিন খান রিপন, হেমায়েত খান, রাজু খান, জুয়েল খান, ঈমান আলী খান, রুবেল খান, জামিল ভূঁইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের মেধাবী ছাত্র সুমন খানের সাথে প্রতিবেশী হুমায়ুন কবির বিল্লাল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৩০ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিত ভাবে হুমায়ুন কবির খান বিল্লাল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সুমন খানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার পর সুমনের বড় ভাই রুহুল আমিন খান রিপন বাদী হয়ে হুমায়ুন কবির খান বিল্লাল সহ ১৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৪৬/২০, কিন্তু মামলার প্রধান আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। পরে মানববন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর পক্ষে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *