মুকসুদপু‌রে মার‌পিট , ভাংচুর ও লুটপাটের অভিযোগ

গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে মো: আলী নেওয়াজ না‌মে এক চাক‌রি জী‌বির দরজা ভে‌ঙে ঘ‌রে প্রবেশ ক‌রে মার‌পিট ও আসবাবপত্র ভাংচুর, ও নগত টাকা সহ স্বর্নলংকার লুট করার অভিযোগ উঠেছে নাজমুল ইসলাম, শা‌মিম হো‌সেন, ও নজরুল ইসলা‌মসহ অজ্ঞাত ৪/৫ জ‌নের বিরু‌দ্ধে।

১ মে রাত সা‌ড়ে ১২টার দি‌কে মুকসুদপুর উপ‌জেলার বাশবাড়ীয়া ইউ‌নিয়‌নের পারুইহা‌টি গ্রা‌মে এঘটনা ঘ‌টে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১ মে রাত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙে নাজমুল ইসলাম, শামিম হো‌সেন, নজরুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন ঘরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা মো: আলী নেওয়াজকে মারপিট করে নিয়ে যায়, এসময় ঘরে থাকা আসবার পত্র, ঘরের থাই গ্লাস ভাঙচুর করে।

এব্যাপারে মো: আলী নেওয়াজ মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে অভিযুক্তরা তা‌দের বিরু‌দ্ধে আনীত অ‌ভি‌যোগ অস্বীকার করেন, আলী নেওয়াজ গণমাধ্যমকর্মীদের জানান আমার জীবনের নিরাপত্তার জন্য মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছিলাম,যাহার ডায়েরি নং-৬৮১,তারিখ-১৩/০৪/২০০৬ ইং।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া অভিযোগের কথা স্বীকার করে বলেন একটা অভিযোগ আমরা পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *