মুকসুদপুরের জলিরপাড়ে সরস্বতী পূজা উদযাপন

 গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শনিবার প্রতি বছরের মতো উত্তর জলিরপাড় বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে বিপুল আয়োজন আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতনী বিশ্বাস মতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু শিক্ষার্থীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। এসময় উপস্থিত ছিলেন, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, বিশিষ্ট সমাজসেবক শেখ মো. জিন্না, লিটন খান, রঞ্জিত বালা, লিটন বাকচী, ইস্রাফিল শেখ, রমেন বৈরাগী, ক্লাবের সভাপতি সঞ্জিত বাড়ৈ, অসিত মন্ডল, ওমর শেখ, নিত্য বাকচী, বিধান সরকার, রঞ্জিত মন্ডল প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *