বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন নামে ছেলেটার মা মারা যায় স্টক করে। তার ফেসবুক ফলো করলেই দেখা যায় মাকে নিয়ে সর্বদাই পোস্ট করে কখনো বা রাতে ঘুমোতে পারছেনা মা হারানোর ব্যাথায় আবার কখনো স্বপ্ন দেখে কেঁদে ওঠে রাতের আধারে। তারই লেখা আবেগীয় ফেসবুক স্ট্যাটাস। ” মা ” সুখের আকাশে চাঁদ না ওঠতেই আকাশটা কাল বৈশাখীর মেঘে অন্ধকারে ছেয়ে গেলো মা ! ” মা ” তোমার বিদায় বেলা তোমার মুখের কোন কথা না শুনতে পারাটার ব্যাথা জানিনা কতদিন বুকের ভিতরটা পোড়াবে। জীবনের তাগিদে খাদ্যের অভাব পুরন করতে এসে মা তোমার ভালোবাসার থেকে বঞিত হয়ে গেলাম। মা তোমার কাছে থাকলে আরো কিছুদিন তোমার আঁচলের অন্তিম ভালোবাসা পেতাম। জীবনে পথ চলার মতো কোন উপদেশ তুমিই দিতে তোমার ছেলেদের। মা হয়তো তোমার কাছে থাকতে পারলে জীবনের অনেক কথা শুনতে পারতাম। মা? ও মা? আর কোন দিন নিষী রাতে এই ডাকে সাড়া দিবেনাতো জানি মা। কত কষ্ট করে রাত জেগে নিশি ভোর পর্যন্ত তোমার মুখে একমুঠো খাবারের ব্যাবস্তা করলাম। আর তার আগেই তুমি বিদায় নিলে মা।