মারুফ চৌধুরী আয়োজিত গোপালগঞ্জের গোবরায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম এমপি’র পক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর পৌর আওয়ামী লীগ নেতা মারুফ চৌধুরী।

নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন, জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হক, শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম মিটু, থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি।

নির্বাচনী মতবিনিময় সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা গোবরার কৃতী সন্তান মো. মারুফ চৌধুরী।

১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী , পৌর আওয়ামী লীগ নেতা মারুফ চৌধুরী, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নির্বাচনী মতবিনিময় সভায় গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল দেশ হিসাবে দাঁড় করিয়েছে, যা বিশ্বের উন্নত দেশ গুলো দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের দিকে লক্ষ্য করছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *