পিরোজপুরের ইন্দুরকানিতে মামা শশুর মোঃ ইব্রাহিম এর আঘাতে ভাগ্নি জামাই সাংবাদিক মোঃ মেহেদী হাসান মারাত্মক জখম হয়েছে। আজ রবিবার (১১ই জুন)২০২৩ সকাল ১০টার দিকে উপজেলার ইন্দুকানি সদর ইউনিয়নের ঘোষের হাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায় ভবানীপুর গ্রামের মৃত্যু শামসুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান হাওলাদার (৩৪)আজ সকালে ঘোঘেরহাট বাজারে আসলে, পূর্ব শত্রুতার যের ধরে মামাশ্বশুর মোঃ ইব্রাহিম হোসেনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইব্রাহিম হোসেন তার ভাগ্নি জামাই মোঃ মেহেদী হাসানের ওপর অতর্কিত হামলা করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মোঃ মেহেদী হাসান বলেন;আমার মামাশ্বশুর ইব্রাহিম এর স্ত্রীকে নিয়ে দিন দিন আমাদের বাসায় এসে বিভিন্ন সমস্যা তৈরি করে আমি বাধা দিলে, আজ সকালে ঘোষেরহাট বাজারে ঢাকার বাসের টিকিট কিনে বাড়ি ফেরার সমায় পিছন থেকে রড দিয়ে অতর্কিত হামলা করেছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন:আমি উভয়ের ভিতর মারামারি দেখে তাদেরকে পৃথকভাবে আলাদা করে দেই। এ বিষয়ে ইন্দুরকানি থানার ওসি, এনামুল হক জানান, মা ও খালা থানা এসেছেন ঘটনা স্থলে ফোর্স পাঠাইছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি । এ বিষয় ইব্রাহিম হোসেনের সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি