মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাহাবুবুর রহমানের দুই সন্তান থ্যালাসোনিয়া রোগে আক্রান্ত।
জন্মের 3 মাস বয়স থেকে তারা এই রোগে আক্রান্ত। যে বয়সে তাদের খেলাধুলা করে মাঠে দৌড়ানো কতোনা দুষ্টমি করার বয়স সেখানে আজ তারা ঘরে বসে থাকে। তারা যে আর 5টি শিশুর মতো সুস্থ্য নয়।
বাবা মা নিজেদের অনেক কিছূ খুয়ে ধারদেনা করে সন্তানদের চিকিৎসা করে আসছে। যেখানে তাদের 25দিন পর পর রক্ত পরিবর্তন করা লাগে, প্রতিদিন মূল্যবান ইন্জেকশন লাগে সেখানে আর কত পারবে। তারপরও সন্তানের মুখের হাসি ফুটাতে তারা ব্যস্থ থাকে সবসময়।
কোন বাবা মা চাই না তার সন্তান অসুস্থ্য হয়ে ঘরে থাকুক তাই তো আজ অসহায় হয়ে সকলের কাছে সাহায্যের আবেদন করছে। আমরা জানি বিন্দু বিন্দু পানি যেমন মহা সমুদ্রে পরিণত করে তেমনই আমাদের অল্প অল্প সহযোগীতায় তাদের কাছে একসময় পাহাড় সমান হবে।
এই দুটি সন্তানের মুখে হাসি ফুটাতে তার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মাসে তাদের প্রায় অর্ধ্ লক্ষ টাকার ঔষুধ লাগে। আসুন আমরা সবাই তাদের পাশে দাড়ায়।
আমরা বাঙ্গালী আমারা যেমন দূর্যোগ মোকাবেলা করতে পারি তেমনি অসহায়ের পাশে দাড়াতেও পাড়ি। আসুন দুটি শিশুর মুখের হাসির জন্য আমরা তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দি।
তাদের বিকাশ নং- পার্সোনাল 01762090218, হিসাব নং-ইসলামি ব্যাংক পাটগাতী শাখা 202020802205209
আশুন আমরা তাদের পাশে এসে দাড়াই যার যতটুকু সামর্থ আছে ততটুকু নিয়ে।