মাদক, বাল্য বিবাহ চুরি, ছিনতাই রোধ করতে আজ ভাটিয়াপাড়া বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৫ টায় কাশিয়ানী সদর ইউনিয়ন (ভাটিয়াপাড়া গোল চত্তরের পাসে) বিট পুলিশং অফিসে মাদক, সন্ত্রাস র্নিমূল করতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগন্জ জেলা পুলিশ সুপার জনাব, সাইদুর রহমান খাঁন , ( পি পি এম, বি পি এম বার) অতিরিক্ত পুলিশ সুপার জনাব, নাহিন আদনান ( তাইয়ান)। সিনিয়র পুলিশ সুপার জনাব, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। কাশিয়ানী থানা (ওসি) মোঃ আজিজুর রহমান। কাশিয়ানী সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব, মশিউর রহমান খান। ( ওসি) তদন্ত মোঃ ফিরোজ আলম সহ আরো পুলিশ অফিসার ও স্হানীয় বিভিন্ন পেশার মানুষ। পুলিশ সুপার মহোদয় বলেন বাংলাদেশ বিট পুলিশ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে করা হয়েছে। কারণ সাধারণ মানুষের দোর গোড়ায় দ্রুত সেবা দিতে পারে। সে সাথে তিনি আরো বলেন সমাজ থেকে মাদক, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, সমাজের যে কোন ধরনের আইন বিরোধী কাজ র্নিমূল করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। করোনা ভাইরাস মহামারি থেকে সচেতন থাকার জন্য সকল কে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমাদের সকল কে করনো থেকে ক্ষমা করুন এই বলে তার আলোচনা সভা শেষ করে। মাদক কে না বলি , সমৃদ্ধশীল দেশ গড়ি।