মাদক ছাড়তে হবে অথবা মোল্লাহাট ছাড়তে হবে

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে মোঃ সাইদুল শেখ (খোড়া সাইদুল ) (৪৫)পিতা-পিতা-শেখ সিরাজুল ইসলাম দৌলত, সাং-কুল্লা রাজপাট, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট কে ইং-০৪/০৮/২১ তারিখ ১৯:৩০ ঘটিকার সময় অত্র থানার ১নং উদয়পুর ইউনিয়নের দেড়বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা হইতে মাদক (ইয়াবা ট্যাবলেট) সেবন কালে গ্রেফতার করা হয়। তাহার শরীর তল্লাশী কালে সেবনের উদ্দেশ্যে রাখা ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৯,১০০/-(উনিশ হাজার একশত) টাকা পাওয়া যায়। আসামী একজন অভ্যাসগত মাদক সেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে । বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০/-(দুইশত) টাকা জরিমানা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *