মহেশখালী_বাসী_কে_পবিত্র_ঈদুল_আজহার শুভেচ্ছা_জানিয়েছেন- ডাঃতৌফিক উল্লাহ খানঁ। আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। তিনি মহেশখালী উপজেলার মুসলিম সমাজের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের এই দুর্যোগময় মূর্হুতে সবাইকে পবিত্র ঈদ উল আজহার পবিত্রতা রক্ষা করে নিরাপদ, সুস্থ ও আনন্দ মুখর ঈদ উদযাপন করার আহ্বান জানান। সবাইকে গরু জবাই করার পর পরিবেশ দূষণ না হওয়ার স্বার্থে বর্জ্য গুলো নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন।