মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা দিবস -২০২২ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
দিবসটি উপলক্ষে আজ শনিবার ২৬ মার্চ সকালে তিনি সাভারের স্মৃতিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।