মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস-২০২৩” উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর থানা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ কে? কোথা থেকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন এবং তাদের পরিচয় প্রদান করেন। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকালীন সময়ে তাদের বিভীষিকাময় সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন, যারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রীতে রাজারবাগ পুলিশ লাইনে উপস্থিত থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রীর বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এরপর অফিসার ইনচার্জের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সামান্য উপহার এবং বই তুলে দেয়া হয়। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ দূর – দুরান্ত হতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করায় সকলকে ধন্যবাদ দেন। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় বাংলাদেশকে স্বাধীন করায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপালগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *