মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হূসাইন আর নেই। আজ বুধবার রাত পৌনে ১১ টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সা’দত হূসাইনের ছেলে শাহজেদ সা’দত তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সা’দত হূসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
শাহজেদ সা’দত বলেন, আজ রাত ১০ টা ৪৯ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাঁর বাবাকে মৃত ঘোষণা করা হয়। ১০ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিডনিসহ নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
শাহজেদ সা’দত বলেন, কাল বৃহস্পতিবার নিকুঞ্জ-১ এলাকায় তাঁর বাবাকে দাফন করা হবে।
মরহুম সা’দত হূসাইন খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকতেন। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও তিনি শিক্ষাসচিবসহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।