জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ভৈরবের আগানগর ইউনিয়নের বকুলনগর বাজার থেকে কালিকাপুর সড়কের রাস্তা নির্মানে ২ বছর না যেতেই ভেঙে পড়ে দূর্ভোগে ৬ টি গ্রামের ২৫ হাজার মানুষ।অভিযোগ করা হয়েছে রাস্তা নির্মানে মালামাল কম,নিম্নমানের নির্মান সামগ্রী ও রড ব্যবহার করা হয়নি।
২০১৬-১৭ অর্থবছরে এই এলাকার মানুষের সুবিধার জন্য এই রাস্তা নির্মান কাজ শুরু হয় ও ২০১৮ সালে তা শেষ হয়।এই সড়কের নির্মান কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার প্রতিষ্ঠান ইরফান এন্টারপ্রাইজ।এটি নির্মানে ব্যয় হয় ৮০ লাখ টাকা।গ্রামবাসীরা ঠিকাদারকে এর জন্য দায়ী করেন।ঠিকাদার তার বিরুদ্ধে আনা অভিযোগ মানতে অনিচ্ছুক।তিনি বললেন অতি বৃষ্টির কারনে এই রাস্তা ভেঙে গেছে।এখন গ্রামবাসীদের আবেদন যত দ্রুত সম্ভব রাস্তায় মেরামত কাজ যেন শুরু করে।