ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন জন

গোপালগঞ্জ এর টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন জন।

জেলার টুঙ্গিপাড়া থানার টিএসআই জনাব শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আজ 3রা জুন বুধবার বেলা 11টায় টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

একজন পুরুষ একজন মহিলা এবং শিশু সহ আহত সকলকেই টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

টিএসআই জনাব শফিকুল ইসলাম দৈনিক শতবর্ষকে বলেন, অটোরিকশাটি সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের মাঠ সংলগ্ন বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যানে থাকা তিন জন যাত্রীই আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সকলকেই এখন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকাধীন রয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *