ফারহান খান লাবিব, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ আজ সোমবার গোপালপঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা নতুন করে আরো তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । গত ২১জুন রবিবার তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ২২ জুন সোমবার সন্ধ্যায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে ।
তাদের মধ্যে একজন পাটগাতী বাসিন্দা যিনি পেপসি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং অপর দুই জন টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজন কক্সবাজার ফেরত অপর জন টুঙ্গিপাড়া-ঢাকা চলাচলরত ইমাদ পরিবহনের সুপার ভাইজার হিসাবে কর্মরত ছিলেন। তবে এখনো পর্যন্ত তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।
সদ্য সংক্রমিত ব্যক্তিদের কে কখন চিকিৎসার আওতায় আনা হবে এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.জসিম উদ্দিন দৈনিক শতবর্ষের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন আগামীকাল (২২ জুন) সোমবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং টুঙ্গিপাড়া উপজেলা পুলিশ প্রশাসন এর নেতৃত্বে এক দল পরিদর্শক আক্রান্ত ব্যক্তির বাড়িতে পরিদর্শনে যাবেন । যদি আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যব্যাধি মেনে পরিবারের অন্যান্য সদস্য থেকে দূরত্ব বজায় রেখে বাড়িতে থাকা সম্ভব হয় তাহলে তাকে তার নিজ বাড়িতে আইসলুশনে রাখা হবে আর সম্ভব না হলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইশলুসনে ট্রান্সফার করা হবে।
এদিকে আজ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসারত ৪ জন করোনা রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।