বেনাপোলে মাদক ও ২টি ট্রাক সহ ড্রাইভার আটক

 যশোরের বেনাপোলে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা ও ২টি ট্রাক সহ দুই ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল স্থল বন্দরের রপ্তানি গেট এলাকা থেকে ট্রাক দুটি সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাত যায়, ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া দুটি ট্রাক সেদেশে পণ্য খালাশের পর বাংলাদেশে ফেরার সময় গাড়িতে করে মাদক নিয়ে আসছে। এমন খবরে রপ্তানি গেট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ঢাকা মেট্রো ট-২২-০৫ ৮৭ ও ঢাকা মেট্রো ট-২২-১৫৯০ ট্রাক দুটি ও ট্রাকের ড্রাইভারদের আটক করা হয়। বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image