বেতনের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে কোভিড আক্রান্তদের সেবা দিচ্ছেন বশেমুরবিপ্রবি’র মানবিক শিক্ষক!

গোপালগঞ্জে কভিড-১৯ আক্রান্তদের জন্য বিনা মূল্যে জরুরী অক্রিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন বশেমুরবিপ্রবি’র একজন মানবিক শিক্ষক ড. রাজিউর রহমান। করোনার অতিমারি পরিস্থতিতে মানুষের জীবন বাঁচাতে তিনি তার নিজের বেতনের টাকা দিয়ে প্রাথমিকভাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে এ মানবিক কার্যক্রম শুরু করেন। মানবিক সংগঠন ‘বাঁধন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে তার এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।এজন্য ইতোমধ্যে ৪টি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারিসহ পার্শ্ববর্তী এলাকার কারো অক্সিজেন প্রয়োজন এমন খবর পাওয়া মাত্র বাঁধনের স্বেচ্ছাসেবকরা ছুটে যাচ্ছেন ছাত্র মেস ও বাসা-বাড়িতে। কখনও কাঁধে করে আবার কখনও বাইসাইকেল, মটরবাইক, রিক্সা বা অটোতে করে অক্সিজেন সিলিন্ডার বহন করছেন তারা। আক্রান্তদের অক্সিজেন নিশ্চিত করতে এভাবে দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছেন । বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাধারন সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহ্ আলম বলেন, প্রক্টর ড. রাজিউর রহমান স্যার তার এ উদ্যোগের কথা আমাদের জানালে আমরা তাতে সাড়া দেই। করোনা আক্রান্ত অনেকে অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আমরা মানুষের পাশে থেকে যদি সামান্য একটু উপকারে আসতে পারি, আর এতে যদি কোন মানুষের জীবন বেঁচে যায়- এর থেকে পূণ্যের আর কি আছে।আমাদের প্রিয় শিক্ষকের এ উদ্যোগ আমাদেরকে অনুপ্রেরনীত করেছে। তিনি একজন মানবিক মানুষ। বশেমুরবিপ্রবি’র আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। করোনার অতিমারি পরিস্থিতিতে অকালে অনেক মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। যা কারো কাম্য নয়। এটি আমার সীমিত সাধ্যে একটি ক্ষুদ্র উদ্যোগ। আমাদের এ প্রচেষ্টায় কারো উপকার হলে উদ্যোগটি সফল হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সকলের প্রতি আমার এ আহবান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *