বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান, নীর্ভিক কলাম সৈনিক মাইনুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন সাংবাদিক মাইনুল ইসলামের মামা পাবনা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম( রউফ শেখ)। তিনি বলেন সাংবাদিক মাইনুল ইসলাম রনাঙ্গনের বীর সেনানি বীরমুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখের শুযোগ্য সন্তান তিনি একটি ভয়াংকর প্রতারক চক্রের প্রতারনা সহ ষরযন্ত্রের শিকার হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (রউফ) আরো বলেন শুনেছি ভোলা চরফ্যাশনের একটি স্বাধীনতা বিরোধী জামাত সিবির চক্র দীর্ঘদিন যাবত সাংবাদিক মাইনুল ইসলামের কাছে ভোলা চরফ্যাশনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিদের সম্মান হানি করার উদ্দ্যেশে মিথ্যা ও ভিক্তিহীন সংবাদ প্রচারের জন্য সাংবাদিক মাইনুল ইসলাম কে অসাধু উপায়ে ম্যানেজ করার চেষ্টা করে প্রতারক চক্রটি।
কিন্তু বীর মুক্তিযোদ্ধার সন্তান মাইনুল ইসলাম তাদের প্রস্তাব প্রত্যাক্ষান করেন এবং সাফ জানিয়ে দেন তিনি কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না। আর বাদ সাধে এখানেই আর তাদের প্রস্তাব প্রত্যাক্ষান করার কারনেই জামায়াত সিবির চক্রটি সাংবাদিক মাইনুল ইসলাম কে হয়রানির উদ্দেশ্য মিথ্যা ও ভিক্তিহীন প্রতারনা মুলক মামলা দিয়ে হয়রানি সহ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মান হানি করেছে।
মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ( রউফ শেখ) হুশিয়ারি দিয়ে বলেন রনাঙ্গনের বীর সেনানি মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখের সন্তান মাইনুল ইসলামকে অনতিলম্বে মুক্তি দিতে হবে নয়তো বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান কে রক্ষার্থে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে রাজপথে মানব বন্ধন সহ অনশন কর্মসূচি পালন করবো, তিনি আরো বলেন সাংবাদিক মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ট কিডনি সহ কঠিন রোগে ভুগছেন এমতা অবস্থায় জেলে রেখে মাইনুল ইসলাম কে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি এই মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত সহ সাংবাদিক মাইনুল ইসলামের বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে তারঁ নিঃশর্ত মুক্তি দাবি করেন।