বিশ্বের এই করোনা মহামারী ফলেও আটকে নেই ঈদ-উল-আযহার প্রস্তুতি।তবুও সবকিছু থেকে নিজেকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে। কিন্তু এ ব্যাপারটি বিন্দুমাত্র চিহ্ন পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জিনোদপুর হাটে। নেই কোনো সামাজিক দূরত্ব কিংবা মাস্ক হাটে সকলেই চলাচল করছে স্বাভাবিকভাবে।হাটের বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাদের মুখেই ছিলনা কোন মাস্ক দেখে মনে হচ্ছিল বিলুপ্ত হয়ে গেছে করোনা ভাইরাস। বিক্রেতাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা জানান তাদেরকে বাজার কমিটি হতে বিশেষ কোনো তাগিদ দেয়া হয়নি।অপরদিকে বাজার কমিটি নিজেদের যতটুকু সম্ভব ততটুকুই করছেন বলে জানিয়েছেন। তারা বলেন আমরা বাজারের মাঝখানে ব্যানার টানিয়েছি এবং মাইক দিয়ে সকল নির্দেশনা বলে দিচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকলেও নিজেদের সচেতনতা ছিল না কারোরই এর ফলে ভুগতে হতে পারে বিশাল মাশুল।তাই প্রশাসনকে এদিকে সদয় দৃষ্টি আকর্ষণের অনুরোধ রইলো যাতে আর কোন বাজারে এরকম ঘটনা না ঘটে।