সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের
মুকসুদপুর উচ্চগাতিতে টুঙ্গীপাড়া এক্সপ্রেস একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।
যেকোন সংঙ্গাই যেন কম ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর-কাশিয়ানী অংশে,প্রতিমাসেই কয়েকটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার দেখতে পায় এই এলাকার মানুষ!
দীর্ঘ ৬৬ দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ সকালে বাস চলাচল শুরু হলেই ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস মুকসুদপুরের সালিনাবক্সা এলাকায় উল্টে যায়!
কি হবে এই সড়কের ভবিষ্যত?চার লেন হলেই সমাধান হবে,হলেও সেটার বাস্তবায়ন কবে?