বিভাগীয় বরিশালে ৪ জন করোনা পজেটিভ এবং ৮ জনের মৃত্যু

বিভাগীয় বরিশালে ৪ জন করোনা পজিটিভ ও উপস্বর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শে.বা.চি.মের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন আছেন ১৫২ জন রোগী। যার মধ্যে ৪২ জন এখন পর্যন্ত করোনা পজিটিভ। এদিকে মেডিকেল কলেজের আর.টি.পি.সি.আর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্র জানায়,গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ জন রোগী এবং অন্য এই সময়ে করোনা আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৪ জন করোনা আক্রান্তসহ করোনা উপসর্গ নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে উক্ত হাসপাতালের একজন নার্সিং সুপারভাইজার মাছুমা বেগম রয়েছেন। তিনি গত ২৭ শে মার্চ করোনায় আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সোমবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলো রোগীতে পরিপূর্ন ছিল। আরও অন্তত ২৫ রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন অনেকেই। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫২ জন করোনা পজিটিভ হয়ে আক্রান্ত রোগী যার মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে অথচ শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট শয্যা সংখ্যা ১৫০টি।

গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালুর পর এই প্রথম শয্যা সংখ্যার বেশি রেকর্ড সংখ্যক ১৫২ রোগী ভর্তি হলো। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, শয্যার চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আর.টি.পি.সি.আর ল্যাবে মোট ১৭৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে মোট ৫৬ জনের। যা মোট পরীক্ষার ৩১.২৮ ভাগ। মেডিকেল কলেজের আর.টি.পি.সি.আর ল্যাবের প্রধান সহকারী অধ্যাপক জনাব ডা. এ.কে.এম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *