বিদ্যুৎস্পর্শে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার করলো ফাইটারম্যান নাজমুল

বিদ্যুৎ

 পিরোজপুরের নাজিরপুরে ১১ হাজার কিলোবাইট বিদ্যুৎ লাইনের ৫০ মিটার উচু টাওয়ারের উপরকাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পর্শে ঝুলে থাকা রফিকুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন নাজিরপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারম্যান নাজমুল ইসলাম।

জীবনের ঝুকি নিয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে জীবিত অবস্থায় উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাইটারম্যান নাজমুল ইসলাম।শুক্রবার সকালে উপজেলার দীর্ঘা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৫০ মিটার টাওয়ারের লাইনে ত্রুটি দেখা দেয়ায় কাজ করতে উপরে ওঠে লাইনম্যান রফিকুল। কিন্তু কাজ শেষে অসাবধানতাবসত বিদ্যুৎস্পর্শ হয়ে ঝুলে থাকে তিনি।

সংবাদ পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে ফায়ার ফাইটারম্যান নাজমুল ইসলাম জীবনের ঝুকিঁ নিয়ে ওই টাওয়ারের উপর থেকে জীবিত অবস্থায় লাইনম্যান রফিকুল ইসলামকে উদ্ধার করে।

পরে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরপুর জোনাল অফিসের নাইনম্যান শেখ ফয়সার বলেন, উপজেলার এ্যাঙ্কর নামক টাওয়ারের লাইনে ত্রুটি দেখা দেয়ায় লাইনম্যান রফিকুল ইসলাম ও আমি টাওয়ারের ত্রুটি ঠিক করতে সেখানে যাই।

কাজ শেষে লাইন চালু করা হলে অসাবধানতাবশত রফিকুল ইসলাম বিদ্যুৎস্পর্শ হয়ে টাওয়ারে ঝুলে থাকে। পরে নাজিরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল আসে ও জীবনের ঝুকিঁ নিয়ে এ অবস্থা থেকে রফিকুলকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারম্যান নাজমুল।

ফায়ার ফাইটারম্যান নাজমুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সকল সদস্যের অনুপ্রেরনায় একজনের জীবন বাচাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সকলের সহযোগিতায় ঝুকিঁপূর্ণ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। সকলের কাছে দোয়া চাই, যেন মানুষের বিপদে এভাবেই সব সময় পাশে থাকতে পারি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *