বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে সুখ রঞ্জন রায় (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ি গ্রামে বলে জানা গেছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুুুপুর ১২ টার দিকে উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের কৃষ্ণনগর নামক স্থানে খালে একটি লাশ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, মৃত সুখরঞ্জন স্থানীয় কৃষ্ণনগর গ্রামের বাবলু ম-লের বাড়িতে মাস মাইনে জমিতে কাজ করতেন। গত বুধবার রাত ১২ টার দিকে তিনি পার্শ্ববর্তী একটি আশ্রম থেকে অনুষ্ঠান দেখে ফিরছিলেন। ফেরার পথে একটি পুল পার হওয়ার সময় সেখান থেকে খালে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।