বাংলাদেশ পুলিশের নবাগত আইজিপির সাথে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ পুলিশের নবাগত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর সাথে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। আজ ১৬ অক্টোবর রোজ রবিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ ও প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ আলী নবাগত পুলিশের আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় দেশের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো ভূমিকা রাখায় তিনি ভূয়সী প্রশংসা করেন। দেশের সকল অপশক্তি এবং দেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকাসহ সবাই কে সচেতন করার জন্য তিনি আহবান জানান।

সেই সাথে সকল মানবিক সংগঠনগুলোকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। নবাগত আইজিপি কে সংগঠনের পক্ষ থেকে আরও শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, ভাইস চেয়ারম্যান আরফান চৌধুরী আপেল, লায়ন শারমিন সুলতানা মৌ, ইউসুফ খান, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও সামসুন নাহার সামু প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *