বাংলাদেশে নির্ধারিত সময়ে মধ্যে ভোট হোক এমনটাই চায় ভারত
বাংলাদেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই চায় ভারত। শুক্রবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।
তিনি বলেন, কয়েক দিন আগেই এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। সেই মনোভাব এখনো অপরিবর্তিত।’
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অরিন্দম বাগচি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কি না, সে বিষয়টি সে দেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সংগত নয়।