মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)র সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাদিয়ার (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের চাঁদমারি বাসা থেকে সাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে, গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। বশেমুরবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি মজনুর রশিদ জানান আমরা ঘটনা সুত্রে জানতে পারি। সাদিয়া পারিবারিক বিবাদের কারণে আত্নহত্যা করেছে। সাদিয়ার আত্মহত্যার ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর ডায়েরী করা হয়েছে। এবং কি কারণে আত্নহত্যা করেছে তদন্ত করে তা খতিয়ে দেখা হবে। এবং কোনো শিক্ষার্থী যেনো এমন অপমৃত্যুর মুখে চলে না যায় সে ব্যপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।