বরিশাল নগরীর পোর্টরোড ও ফলপট্টি এলাকার রোডের পাশে গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা।যার কারনে সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত যানযট আর এই সৃষ্ট যানযটের কারনে তৈরী হচ্ছে চলাচল রত জনগনের নানা ভোগান্তি। বেশির ভাগ খেএে দেখা গেছে সরকারি রাস্তা ঘাটের পাশে গড়ে ওঠা চা-পান-সিগারেটের দোকান ও পার্কিং ব্যবস্থা। এসব চার দোকান গুলোর নেই কোন সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স। ব্যাঙ্গের ছাতার মতো এসব গড়ে ওঠা চা-সিগারেটের দোকান গুলো মানছে না কোন প্রকার স্বাস্থ্য বিধি। বরিশালের জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।