বরিশাল ডিএনসির পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম পরিচালিত পৃথক অভিযানে দুই জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে মর্মে জানিয়েছেন সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন (ডিএনসি বরিশাল)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন জানান, গোপন তথ্য সংবাদের ভিওিতে বরিশাল এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সম্মূখে পৃথক পৃথক দুটি অভিযান পরিচালনা করে আড়াইটার সময় (মধ্যরাত)

পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালী ৯ নং ওয়ার্ডস্থ টিয়ারখালীর বাসিন্দা ইউসুফ ফরাজ এর ছেলে নূরইসলাম(২৪) কে ৩ কেজি গাঁজা এবং পরবর্তীতে সাড়ে তিন টায় (ভোররাত) বরিশাল এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এর মেজবান হোটেলের সামনে পাকা রাস্তার উপর দন্ডায়মান অবস্থায় বিধিমতে ঘেরাও করে তল্লাশি পূর্বক বিসিসি ২৬ নং ওয়ার্ডস্থ উওর জাগুয়া (অ্যাপোলো হাসপাতালের দক্ষিণ পাশে)

স্থায়ী বাসিন্দা বাবুল হাওলাদার এর ছেলে সাজ্জাদ হোসেন (৩১) কে ১ হাজার ৯ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সূত্রে আরো জানানো হয়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন এবং এস.আই জনাব খন্দকার জাফর আহমেদ নিজ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, যাহার মমলা নং-(১৩,১৪/২০২২)।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *