বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন।।

বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল (২ নভেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর বান্দ রোড এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে বালক এবং বালিকা গ্রুপে পিরোজপুর বনাম পটুয়াখালী জেলা মুখোমুখি হয়। এ ছাড়া বিভাগীয় পর্যায়ের এ টুর্নামেন্টে বিভাগের ৬টি জেলা থেকে বালক ও বালিকাদের ছয়টিনমোট ১২টি দল অংশগ্রহণ করছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয় ও বরিশাল জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পারভেজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *