গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বরিশাল মহানগর গোয়েন্দা শাখা (ডিবির) সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ রবিউল ইসলাম শামিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবদুল হালিম খন্দকার সঙ্গীয় এস.আই(নিঃ) মোঃ দেলোয়ার হেসেন (পিপিএম), এস.আই নজরুল ইসলাম ও অন্যান্য অফিসারসহ বরিশাল কোতয়ালী মডেল থানাধীন (বিসিসির) ০৯নং ওয়ার্ডের পোর্ট রোডস্থ জনতা ব্যাংক ভবন এর সামনে অভিযান পরিচালনা করে (৫০০)পাঁচশত পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী ১। মোঃমনির হোসেন মৃধা(২৫), ২। মোঃ রিয়াজুল ইসলাম রাজিব(২২) কে আটক করা হয়। পর্যায়ক্রমে আটক কৃতদের তথ্যঅনুযায়ী অপর আসামী ৩। সুমন হাওলাদার(২৪) ও ৪। শাহাবুদ্দিন মৃধা সাজু (৩০) কে শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালের (শেবাচিমের) সম্মুখ থেকে আটক করে তাদের দেয়া তথ্যমতে বর্তমান তথ্য- প্রযুক্তির সহায়তায় অপর সহযোগী আসামী ৫।মোঃ জাহাঙ্গীর মৃধা (২৮) কে কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ রুপাতলী ডোস্ট পেট্রোল পাম্পের সামনে থেকে আরো (৫০০) পাঁচ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। সর্বমোট জব্দকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ৫ আসামীর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।