বরিশাল জেলাধীন উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে সর্বমোট ২২ কেজি গাঁজা ও ৫’শত ইয়াবাসহ ০৩ মাদক কারবাকিকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন। আটকৃতরা হলেন— পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের লক্ষনা গ্ৰামের মতিয়ার রহমানের ছেলে মোঃ রিপন (৩৯), হবিগঞ্জ জেলার আজমেরী থানার কামালপুর গ্ৰামের হারুন মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৩) ও একই এলাকার আশরাফ আলী শেখের ছেলে বাচ্চু মিয়া (৩৫)। বরিশাল ডিএনসির সহকারি পরিচালক জনাব এনায়েত হোসেন জানান, জেলার উজিরপুর উপজেলার ইচলাদি বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে সুন্দরবন কুরিয়ারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে ৩ কেজি গাঁজা ও ৫শ পিচ ইয়াবাসহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযানে একই সময়ে জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে ৩ পাতিলের মধ্যে থেকে ৮ প্যাকেটে ১৯ কেজি গাঁজাসহ হেলাল ও বাচ্চুকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।