বরিশালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যুসহ মোট ১১৫ জনের মৃত্যু।।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ০৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা। সূত্রে আরো জানা যায়, শেবাচিমের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সাত হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি।

মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *