২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ – এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করলো কোয়ান্টাম ফাউন্ডেশন।
বরিশালে বঙ্গবন্ধু উদ্যান সহ মোট এগারোটি স্থানে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। সকাল ০৬:৩০ মিনিটে একই সাথে শুরু হয়ে সকাল ০৭:২০ মিনিটে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এতে বরিশালের সর্বস্তরের চার শতাধিকেরও বেশী মানুষ অংশগ্রহণ করেন। মেডিটেশন শেষে অংশ গ্রহণকারীরা জানান প্রশান্তিময় একটা সময় কাটিয়েছেন তারা।
এরপর বিকেল ৩ টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। দুইটি ক্যাটাগরীতে এতে বরিশালের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক ক্যাটাগরী থেকে তিন জন করে মোট ছয় জনের প্রত্যেককে দশ হাজার টাকা মূল্যের বই পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব সাদেকুল আরেফিন। উল্লেখ্য যে গত বছর প্রথম বার কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। ।
পৃথিবী জুড়ে মেডিটেশনের প্রচার ও প্রসারের লক্ষ্যে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়ে থাকে। ২১ মে ২০২১ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন প্রান্তে এক সাথে একই সময়ে লাখো মানুষের মেডিটেশন করার মাধ্যমে বিশ্ব মেডিটেশন দিবসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।
তিন দশক ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন সাধারণ মানুষের কাছে মেডিটেশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে অবিরাম কাজ করে যাচ্ছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেডিটেশন পদ্ধতির সমন্বয়ে গড়ে উঠেছে কোয়ান্টামের ধ্যান পদ্ধতি। কোয়ান্টাম মেথড নামে পরিচিত এই মেডিটেশন পদ্ধতির প্রবর্তন শহীদ আল বোখারী মহাজাতক। যিনি এখন পর্যন্ত প্রায় ৪৮২টি ব্যাচে কয়েক লাখ মানুষকে সরাসরি মেডিটেশনের কৌশল শিক্ষা দিয়েছেন।