বরিশালের আমতলার মোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
বরিশাল জেলার আমতলার মোড়ে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দিবাগত বুধবার ২৩ শে জুন ২০২১ ইং সাল বিকাল ০৩:৩০ ঘটিকার সময় বরিশাল মহানগরীর আমতলার মোড় এলাকায় এই মর্মান্তিক সড়কদুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। স্পটডেট নিহত এক যুবকের নাম বিদ্যুৎ বিশ্বাস (২৩),সাংঃভাটিখানা, বরিশাল এবং অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি.আই) জনাব আব্দুর রহিম জানান,গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকটি রূপাতলী থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ দিকে যাচ্ছিল এবং ট্রাকটি চলন্ত অবস্থায় আমতলার মোড়ে দাঁড়িয়ে থাকা মোটর-সাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ছিটকে পড়েন দুই মটরসাইকেল আরোহী এবং তৎক্ষনাৎ সঙ্গে সঙ্গে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন দুই যুবক (নিহত)।
পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের(শেবাচিম) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) জনাব নুরুল ইসলাম জানান,এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক রবিউলকে আটক করেছে পুলিশ এবং নিহত অপর যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। উক্ত ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে সূত্রে।