চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েও জয় নিশ্চিত করতে পারল না মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। ১৭৭ রান করেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।
শুক্রবার (১৯ জানুয়ারি) ৯ বল হাতে রেখে জিতেছে চট্টগ্রাম। আগের টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল দলটি।
লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতে টপঅর্ডারের তিন ব্যাটারের মধ্যে আভিস্কা ফার্নান্দো একাই রান পান। তানজিদ হাসান তামিম ২ ও ইমরান উজ্জামান ১১ রান করলেও ফার্নান্দো করেন ৩৯ রান। এদের মধ্যে ইমরান উজ্জামানের উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা। ৮ মাস পর মাঠে নেমে প্রথম বলে উইকেট পান তিনি।
এরপর শাহাদাত হোসেন দিপু ও নাজিবউল্লাহ জাদরানের ব্যাটে লক্ষ্যের দিকে ছুটতে থাকে চট্টগ্রাম। ৩৫ বলে ফিফটি করেন শাহাদাত। জাদরানও তাকে ভালো সঙ্গ দেন। শেষ পর্যন্ত দিপু ৩৯ বলে ৫৭ ও জাদরান ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। ১৭৭ রানের মধ্যে একাই ৭০ রান করেন জাকির হাসান। উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্ত শুরুতে ধীর-স্থিরে খেলতে থাকলেও অন্যপ্রান্তে আক্রমণ চালান মোহাম্মদ মিঠুন। ফলস্বরূপ পাওয়ারপ্লেতে ৪৭ রান করে সিলেট। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৬৭ রানের মাথায়।
এ সময় নিহাদুজ্জামানের বলে উড়িয়ে মারেন নাজমুল হোসেন শান্ত। সীমানার কাছে উড়ন্ত বল লাফিয়ে ধরে ফেলেন চট্টগ্রামের আভিস্কা ফার্নান্দো। ৩০ বলে ৩৬ রানে থামেন নাজমুল। স্কোর বোর্ডে আরও ২৮ রান উঠার পর বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন। ২৮ বলে তিনি করেন ৪০ রান।
এরপর জাকির হাসান ও হ্যারি টেক্টর জুটি বেধে খেলতে থাকেন। দুজনই ধীরে ধীরে চড়াও হন চট্টগ্রামের বোলারদের ওপর। উইকেটের চারপাশে পেটাতে থাকা জাকির ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। শেষ পর্যন্ত ৪৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছয় মারেন অপরাজিত জাকির। অন্যপ্রান্তে অপরাজিত থাকা হ্যারি টেক্টর ২০ বলে করেন ২৬ রান। চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট পান নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।