টুঙ্গিপাড়াঃ
আজ সকাল ১১.৩০ মিনিটের সময় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপেস্নক্স এর ১নং গেটের সামনে বৈদ্যুতিক পিলারের উপর একটি পাখি বৈদ্যুতিক তারে বসলে সেখান থেকে সর্টকার্সিট হয়ে ট্রান্সমিটারের ভিতর থেকে বৈদ্যুতিক ফুলকা বের হয়ে নিচে রাখা খড় কুটার উপর পরে সেখান থেকে অগ্নিকান্ডের সূচনা হয়।
স্থানিয় কৃষক, যুবসমাজ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্স এর সহযোগীতায় খূব দ্রুতই অগ্নিকান্ড নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।
আমাদের উচিত সাবধানতা অবলম্বনকরে সব কাজ করা। বৈদ্যুতিক পিলারের নিচে কোন খর কুটা না রাখা । কারন যে কোন সময় যে কোন ধরনের দূর্গটনা ঘটে যেতে পারে।