বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিবের শ্রদ্ধা নিবেদন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ১০ই জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়।

আজ ১০ই জানুয়ারি বিকাল ৩ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন ।

এসময় সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় এর পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভবনে রক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *