টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পন করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে, এম আব্দুস সালাম। আজ (১০ জুলাই) শুক্রবার সকাল দশ ঘটিকায় তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে অভিমত লেখেন ও স্বাক্ষর করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বশাক, খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, ফরিদপুর শ্রম অধিদপ্তরের উপপরিচালক সফিকুল ইসলাম, ফরিদপুর কলকার খানা অধিদপ্তরের শ্রম পরিদর্শক শেখ জাহাঙ্গির আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।