বঙ্গবন্ধু’র সমাধিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির নেতৃবৃন্দের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল -এর নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রাজ্জাক ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ অঙ্গ কমান্ডের নেতৃবৃন্দের সাথে নিয়ে শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির অঙ্গ কমান্ড, যুব কমান্ড -এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সফি আলম চৌধুরী (সাগর), সাধারণ সম্পাদক হাজী এম এ রহিম মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও গোলাম কিবরিয়া অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড -এর সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাসান (এমরান) সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার সহ সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। ভবনে বিভিন্ন স্থান ঘুরে দেখেন।